সমকামিতায় বাধ্য করার ৭ ইসরাইলি সেনা আটক

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৫:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলি বিমানবাহিনীর অ্যারো আকাশ প্রতিরক্ষা ইউনিটের সাত সেনাকে যৌন নিপীড়ন ও সমকামিতায় বাধ্য করার অভিযোগে আটক করেছে দেশটির সামরিক পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। অভিযুক্তরা ১৩৬ নম্বর এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের সদস্য।
সামরিক পুলিশ জানিয়েছে, ‘দীক্ষা অনুষ্ঠানের’ সময় জুনিয়র সেনাদের সঙ্গে মারধর, হুমকি, যৌন হেনস্তা এবং জোরপূর্বক সমকামিতায় বাধ্য করার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। অভিযোগ রয়েছে, কয়েক সপ্তাহ ধরে অন্তত ১০ জন জুনিয়র সেনার ওপর এই ধরনের নিপীড়ন চালানো হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানিয়েছে, এসব অপরাধে ইউনিটটির কয়েকজন সিনিয়র সেনা জড়িত। ঘটনার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, সেনাবাহিনীতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলেও জানায় বাহিনীটি।
১২৫ বার পড়া হয়েছে