সর্বশেষ

জাতীয়

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ: একই পরিবারের তিনজন দগ্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৫:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। আহতদের মধ্যে রয়েছে তিন বছরের একটি শিশুও।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে শহীদ ফারুক সড়কের খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা গলির একটি ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তাদের তিন বছর বয়সী কন্যা রাফিয়া। প্রতিবেশীরা জানান, রাতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনে ছুটে গিয়ে তারা দেখেন, ঘরের দরজা-জানালা ছিন্নভিন্ন হয়ে গেছে এবং দগ্ধ অবস্থায় ওই তিনজন মেঝেতে পড়ে আছেন।

প্রতিবেশী তাসলিমা মনি জানান, ‘রাত আনুমানিক পৌনে ২টার দিকে বিকট শব্দ শুনে বের হয়ে দেখি বিস্ফোরণের পর ঘরের ভেতরে আগুনে দগ্ধ তিনজন পড়ে আছে। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

তিনি আরও জানান, মশার কয়েল জ্বালানোর সময় গ্যাস জমে থাকা ঘরে আগুন লেগে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের প্রায় ৭০ শতাংশ, স্ত্রীর ৪৫ শতাংশ এবং শিশুর ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন