পিএসজির বিধ্বংসী পারফরম্যান্সে ক্লাব বিশ্বকাপের ফাইনাল, বিধ্বস্ত রিয়াল বিদায়

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে একেবারেই পেরে ওঠেনি রিয়াল মাদ্রিদ।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-এর কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথমার্ধেই রিয়াল হজম করে তিন গোল। ৬ মিনিটে ফাবিয়ান রুইজের গোলে শুরু, এরপর ৯ মিনিটে উসমান দেম্বেলে এবং ২৪ মিনিটে রুইজের দ্বিতীয় গোলে একপ্রকার দিশেহারা হয়ে পড়ে স্প্যানিশ জায়ান্টরা। শেষ গোলটি আসে ৮৭ মিনিটে গনসালো রামোসের পা থেকে, বদলি খেলোয়াড় বারকোলার পাস থেকে অসাধারণ শটে লক্ষ্যভেদ করেন তিনি।
রিয়ালের রক্ষণভাগ ছিল নড়বড়ে। চোটের কারণে ডিন হাউসেন ও ট্রেন্ট-আলেক্সান্ডার আর্নল্ডের অনুপস্থিতি ছিল বড় ফ্যাক্টর। ডিফেন্ডারদের একের পর এক ভুলে ভরাডুবি ঘটে। বিশেষ করে রাউল আসেনসিও ও আন্তোনিও রুডিগারের ভুলে গোল পায় প্রতিপক্ষ।
এ ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের ইতি টানলেন ৩৯ বছর বয়সী লুকা মদরিচ। ক্লাবের হয়ে শেষ ম্যাচটা স্মরণীয় না হলেও, বিদায়টা হলো বিশ্বমঞ্চে।
ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “এটা আমাদের জন্য এক বিশেষ মৌসুম। ইতিহাস গড়তে চেলসির বিপক্ষেও একই ছন্দে খেলতে চাই।” উল্লেখ্য, এবার যদি ক্লাব বিশ্বকাপ জিতে পিএসজি, তবে ফ্রেঞ্চ কাপ, লিগ আঁ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ—চারটি ট্রফিই ঘরে তুলবে তারা।
অন্যদিকে, সদ্য দায়িত্ব নেওয়া কোচ জাবি আলোনসোর জন্য ম্যাচটি ছিল বড় ধাক্কা। হতাশ স্বরে বলেন, “আমরা দুই গোলে পিছিয়ে পড়ে ফিরতে পারিনি। এখন নতুনভাবে শুরু করতে হবে। রিয়ালের ভবিষ্যৎ গড়ার জন্য একটি ঐক্যবদ্ধ দল চাই।”
৭৭ হাজারের বেশি দর্শক উপচে পড়া গ্যালারিতে এসেছিলেন মূলত রিয়ালের সমর্থনে। কিন্তু পিএসজির দুর্দান্ত খেলায় তারা শেষ পর্যন্ত হাততালি দিয়েছেন প্রতিপক্ষকেই।
১১৮ বার পড়া হয়েছে