বান্দরবানের লামা-চকরিয়া সড়কে পাহাড় ধস, ঝুঁকিতে যান চলাচল

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টানা বর্ষণের কারণে বান্দরবানের লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
বুধবার (৯ জুলাই) এ ধসের কারণে সড়কে মাটি ও আবর্জনা জমে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তবে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন। তাঁর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কর্মীরা ধসে পড়া মাটি অপসারণ করে সড়কটি পরিষ্কার করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে লামা-সুয়ালক সড়কের টংঙ্গাবতি, ডাবল ব্রিজ ও ফাইতং বদরটিলা এলাকায় রাস্তার সলিং ও ইট উঠে গিয়ে কাদা-মাটির পিচ্ছিল পথ তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।
বিভিন্ন সড়কে সৃষ্টি হওয়া খানাখন্দ এবং পাহাড় ধসের আশঙ্কার বিষয়ে স্থানীয়রা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কার্যকর কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি বলে অভিযোগ রয়েছে।
এছাড়া লামা পৌর এলাকা ও আশপাশের ইউনিয়নগুলোর বিভিন্ন স্থানে এখনো পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন অনেকে। ঝুঁকি মোকাবেলায় উপজেলা প্রশাসন ও তথ্য অফিসের পক্ষ থেকে মাইকিং ও সর্তকতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
ইউএনও মো. মঈন উদ্দীন জানিয়েছেন, “আগামী চার দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”
১২৩ বার পড়া হয়েছে