সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে সাবেক এমপি ও চেয়ারম্যানের নামে দুদকের নোটিশ

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৪:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার নামে সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নোটিশপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী এবং তার ছোট ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বুলবুল আহাম্মেদ টোকেন চৌধুরী।

বুধবার (৯ জুলাই) কুষ্টিয়া দুদক কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে ২১ কার্যদিবসের মধ্যে তাদের সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে। নোটিশ দুটি দেওয়া হয়েছে দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে তাদের নিজ বাড়িতে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া দুদকের উপসহকারী পরিচালক সাইদুর রহমান।

দুদক জানায়, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা গোপনের অভিযোগ পাওয়া গেছে। দুদক আইন ২০০৪-এর ২৬(১) ধারায় নির্ধারিত ফরমে সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে রেজাউল হক চৌধুরী ও তার ভাই টোকেন চৌধুরী এলাকা ছেড়ে আত্মগোপনে আছেন। নোটিশ জারির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপসহকারী পরিচালক সাইদুর রহমান জানান, অভিযুক্তদের বাড়িতে তাদের উপস্থিতি না থাকায়, নোটিশ নিয়ম অনুসারে তাদের আত্মীয়দের সামনে বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা না দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজাউল হক চৌধুরী ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। অন্যদিকে তার ভাই বুলবুল আহাম্মেদ চলতি বছরের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন