সর্বশেষ

সারাদেশ

জিরুনার ব্যক্তিগত কক্ষ থেকে সাড়ে ৮ লাখ টাকা উদ্ধার

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের একটি তালাবদ্ধ গোপন কক্ষ থেকে ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পরিষদের নির্বাহী কর্মকর্তা, সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কক্ষটি খোলার পর একটি ফাইল কেবিনেট থেকে প্যাকেটবন্দী অবস্থায় নগদ অর্থটি উদ্ধার করা হয়।

পরিষদ সূত্র জানায়, উদ্ধার হওয়া এই টাকাগুলো সদ্য দায়িত্বচ্যুত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সময়কালে গোপনে ওই কক্ষে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তাদের মতে, এটি ছিল জিরুনা ত্রিপুরার ব্যক্তিগত ব্যবহৃত কক্ষ এবং কেবলমাত্র তাঁর কাছেই কক্ষের চাবি ছিল। কাউকে ওই কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হতো না।

অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, "পরিষদে এত বিপুল পরিমাণ নগদ অর্থ থাকার কোনো যুক্তিসংগত কারণ নেই। বিষয়টি তদন্তসাপেক্ষ। ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং টাকা প্রশাসনের হেফাজতে রয়েছে।"

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অর্থের উৎস, মালিকানা ও ব্যবহার বৈধতা যাচাইয়ে পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বদলি, নিয়োগ বাণিজ্য এবং ঠিকাদারি কাজের ঘুষ হিসেবে গ্রহণ করা অর্থ এসব প্যাকেটে রাখা হয়েছিল। তবে সুযোগ না পাওয়ায় তা আর সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে জিরুনা ত্রিপুরাকে পরিষদের চেয়ারম্যান পদ থেকে বিরত থাকার নির্দেশ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এরপরই পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ ঘটনায় জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন