সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতে মাত্র ৪৩ বছরের সেতু ধসে যানবাহন পানিতে, মৃত্যু বেড়ে ১০

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের গুজরাট রাজ্যের ভদোদরায় মহিসাগর নদীর ওপর নির্মিত একটি সেতু ধসে পড়েছে।

বুধবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

দুর্ঘটনার সময় সেতুটির ওপর দিয়ে বেশ কয়েকটি যানবাহন চলাচল করছিল। হঠাৎ সেতুর একাংশ ধসে পড়লে একটি ট্যাংকার বিপজ্জনকভাবে ঝুলে পড়ে এবং বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভদোদরার জেলা কালেক্টর অনিল ধামেলিয়া জানান, “পাঁচজনকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আরও বেশ কয়েকজন নিখোঁজ থাকতে পারেন।”

স্থানীয় ফায়ার সার্ভিস ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। নদীতে নিখোঁজদের সন্ধানে এনডিআরএফের ডুবুরি দল কাজ করছে।

ধামেলিয়া আরও জানান, সেতু ধসের সময় দুটি ট্রাক, একটি ইকো ভ্যান, একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকশা নদীতে পড়ে যায়। এছাড়া দুইটি মোটরসাইকেলও সেতুতে ছিল বলে জানা গেছে, তবে সেগুলোর অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সেতুটির বয়স ৪৩ বছর এবং এটি ভদোদরার মুজপুরকে আনন্দ জেলার গম্ভীরার সঙ্গে সংযুক্ত করেছিল। একইসঙ্গে মধ্য গুজরাট ও সৌরাষ্ট্র অঞ্চলের সংযোগস্থল হিসেবেও ব্যবহৃত হতো সেতুটি।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জেলা প্রশাসনের পাশাপাশি গুজরাট সরকারের সংশ্লিষ্ট বিভাগও উদ্ধার কাজে অংশ নিচ্ছে। আনন্দ জেলা থেকে অতিরিক্ত তিনটি ফায়ার সার্ভিস দল পাঠানো হয়েছে।

এদিকে, স্থানীয় কংগ্রেস এমএলএ অমিত চাবদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। অবিলম্বে উদ্ধার অভিযান জোরদার করতে হবে এবং বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা নিতে হবে।”

সেতুটি গত বছর মেরামত করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হবে উদ্ধার তৎপরতা শেষ হওয়ার পর।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন