সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানে খামারবাড়ি থেকে পালিয়ে সিংহের হামলা, নারী ও দুই শিশু আহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জোহান শহরে একটি খামারবাড়ি থেকে পালিয়ে আসা সিংহের হামলায় এক নারী ও দুই শিশু আহত হয়েছে।

৩ জুলাই ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে—একটি সিংহ হঠাৎ একটি কংক্রিটের দেয়াল লাফিয়ে পার হয়ে পেছন থেকে এক নারীর ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলার শিকার নারীকে মাটিতে ফেলে দেয় হিংস্র প্রাণীটি।

ঘটনার সময় খামারবাড়ি থেকে এক ব্যক্তি লাঠি হাতে দৌড়ে এসে সাহসিকতার সঙ্গে সিংহটির মুখোমুখি হন এবং আহত নারীকে উদ্ধার করেন। পরে সিংহটি দৌড়ে গিয়ে কাছেই দাঁড়িয়ে থাকা দুই শিশুকে আক্রমণ করে। এতে তারা মুখমণ্ডল ও বাহুতে আঘাত পায়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর লাহোর পুলিশ এক ভিডিও বার্তায় জানায়, খামারবাড়ির একটি উন্মুক্ত খাঁচা থেকে সিংহটি পালিয়ে যায়। পরে মালিক নিজেই প্রাণীটিকে ধরে গাড়িতে করে অন্য জেলায় নিয়ে আত্মগোপন করেন। তবে পুলিশের অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এবং সিংহটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পশুপালন আইন এবং জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন বলছে, বন্য ও বিপজ্জনক প্রাণী পালনের ক্ষেত্রে আরও কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রয়োজন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন