সর্বশেষ

অর্থনীতি

প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, দেশে প্রতি ১০০ জন করদাতার মধ্যে ৭০ জনই শূন্য আয় দেখিয়ে কর দেন না এ তথ্যকে ‘অবিশ্বাসযোগ্য’ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “যারা শূন্য আয় দেখিয়ে রিটার্ন দিচ্ছেন, তাদের আয় ও ব্যয়ের খতিয়ান ভালোভাবে যাচাই করা জরুরি। পাশাপাশি এনবিআরের তথ্যেও অসামঞ্জস্য থাকতে পারে, সেখানেও নিরীক্ষা প্রয়োজন।”

বুধবার (৯ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যানশিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

ড. সালেহউদ্দিন বলেন, “অনেক প্রতিষ্ঠানই মানসম্পন্ন কাগজপত্র ছাড়াই অডিট রিপোর্ট দাখিল করে। এনবিআর বা অন্যান্য সংস্থায় এসব যাচাইয়ের পর্যাপ্ত দক্ষতা না থাকলে কর ফাঁকির বিষয়টি ধরা পড়ে না।”

তিনি আরও বলেন, “অডিট ও হিসাবরক্ষণে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে অর্থনৈতিক কাঠামো দুর্বল থেকে যাবে। যারা অডিটের সঙ্গে জড়িত, তাদের আন্তরিকতা ও সততা অত্যন্ত জরুরি।”

আর্থিক খাতের সংস্কার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “অনেকে মনে করেন এই সংস্কার কেবল বিশ্বব্যাংক বা আইএমএফের চাপেই হচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সরকারের নিজস্ব পরিকল্পনার মাধ্যমেও সংস্কার কার্যক্রম এগোচ্ছে। তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভালো প্রস্তাব থাকলে তা গ্রহণে দ্বিধার কিছু নেই।”

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে নির্ভরযোগ্য ও স্বচ্ছ অডিটিং ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “আন্তর্জাতিক মানে অডিটিং ও একাউন্টিং ব্যবস্থা না থাকলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা কঠিন।”

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন