সর্বশেষ

বিনোদন

পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে অস্বীকৃতি, যা বললেন বাবা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের আলোচিত মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছেন তার বাবা।

করাচির ডিফেন্স হাউজিং অথরিটির ফ্ল্যাট থেকে উদ্ধার করা এই অভিনেত্রীর লাশ বর্তমানে হিমঘরে সংরক্ষিত রয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) পুলিশ ফ্ল্যাটটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পচাগলা মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এক মাস আগেই তার মৃত্যু হয়।

৩৫ বছর বয়সী হুমাইরার মরদেহের ময়নাতদন্ত শেষ হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, মৃতদেহটি এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক সময় বা কারণ নির্ধারণ করা যায়নি।

পরিবারে সম্পর্ক ছিন্ন, বাবার স্পষ্ট অস্বীকৃতি
হুমাইরার মৃত্যুর পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তবে হতবাক করে দিয়ে তার বাবা মেয়ের মরদেহ গ্রহণে স্পষ্টভাবে অস্বীকৃতি জানান। তিনি জানান, বহু আগেই মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন এবং মরদেহ নিতে করাচিতে আসার ইচ্ছাও নেই।

পুলিশের এসএসপি (দক্ষিণ) মাহজোর আলী জানান, বারবার অনুরোধ করা সত্ত্বেও হুমাইরার বাবা কিংবা পরিবারের কেউ করাচিতে আসেননি। মরদেহ এখনো হিমঘরেই রয়েছে।

একাকীত্বেই শেষ জীবন
জানা গেছে, লাহোরে জন্মগ্রহণ করা হুমাইরা আসগর মডেলিং ও অভিনয়ের স্বপ্ন নিয়ে করাচিতে এসেছিলেন। ২০১৮ সাল থেকে তিনি একাই ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন। ২০২৪ সালের শুরু থেকে ভাড়া দেওয়া বন্ধ করে দেন, যা অর্থনৈতিক সংকট ও সামাজিক বিচ্ছিন্নতার ইঙ্গিত দেয়।

তদন্তকারীরা জানান, হুমাইরার মোবাইল ফোনের ডেটা সংগ্রহ করা হয়েছে। ফ্ল্যাটে পাওয়া গেছে কিছু ব্যক্তিগত জিনিস, যেগুলোর সূত্র ধরে তদন্ত চলছে। আদালতের নির্দেশে ফ্ল্যাটটি সিল করা হয়েছে।

শোবিজ অঙ্গনে শোক ও আত্মসমালোচনার আহ্বান
২০১৩ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা হুমাইরা আসগর ২০২২ সালের জনপ্রিয় রিয়েলিটি শো তামাশা–তে অংশ নিয়ে পরিচিতি পান। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি জনজীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

তার করুণ মৃত্যু এবং পরিবারের অমানবিক প্রতিক্রিয়া শোবিজ অঙ্গনে ব্যক্তিগত জীবনের অব্যক্ত কষ্ট ও মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি বিনোদন জগতের ভেতরকার অমানবিক বাস্তবতা নিয়ে আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন