ডিপজলের বিরুদ্ধে তরুণীর মামলা, যা বললেন অভিনেতা

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চিত্রনায়ক ও বাংলা সিনেমার পরিচিত খল চরিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছেন এক তরুণী।
অভিযোগকারী ওই পোশাককর্মীর নাম মো. রাশিদা আক্তার।
মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে তিনি এ মামলা দায়ের করেন। মামলায় ডিপজলের সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিপজলের প্রতিক্রিয়া
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দীর্ঘ এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ডিপজল। তিনি দাবি করেছেন, একটি চক্রান্তের শিকার তিনি।
পোস্টে তিনি লিখেছেন, ‘একজন পাগল ভক্তকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। আল্লাহ তাদের বিচার করবেন।’
ডিপজলের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত নারী আগে থেকেই বিভিন্ন সময় তার কাছে আর্থিক সহায়তা চেয়ে টাকা নিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই নারী তার অসহায়তার কথা বলে এফডিসিতে এসে প্রথমে ৫০ হাজার টাকা নেয়। পরে আরও কয়েক দফায় ১০-২০ হাজার টাকা করে নিয়েছেন। বিষয়টি অনেকবার ক্যামেরাবন্দিও হয়েছে।’
ডিপজলের দাবি, মামলায় যেসব তারিখ উল্লেখ করা হয়েছে, সেগুলোর সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। তিনি লিখেছেন, ‘নারীটি বলছেন, ২ জুন হাটে আমার সঙ্গে তার দেখা হয়েছিল। অথচ সেই হাট তো ১৫ এপ্রিলই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে বুঝিয়ে দিয়েছি। এরপর আমি সেখানে যাইনি। হাটের সিসিটিভি ফুটেজে বিষয়টি স্পষ্ট হবে।’
বিচার দাবিতে প্রত্যাশা
ফেসবুক পোস্টে অভিনেতা ডিপজল আদালতের প্রতি আস্থা প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশা জানিয়েছেন। একই সঙ্গে এমন ‘মিথ্যা মামলার’ তীব্র প্রতিবাদ জানান।
১২৬ বার পড়া হয়েছে