বিশ্বব্যাংকের শর্ত ছাড়াও আর্থিক খাতে পরিবর্তন আনছে সরকার

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৮:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের সংস্কার শুধু আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগেও বাস্তবায়িত হচ্ছে।
তিনি বলেন, “তারা ভালো কিছু পরামর্শ দিলে তা গ্রহণে কোনো বাধা নেই, তবে এ ধারণা ঠিক নয় যে সব কিছু তাদের চাপেই হচ্ছে।”
বুধবার (৯ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভুঁইয়া।
ড. সালেহউদ্দিন বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে অডিট ও অ্যাকাউন্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অডিট কার্যক্রম পরিচালনায় যারা যুক্ত থাকেন, তাদের সততা ও পেশাদারিত্ব নিশ্চিত করাটাই মুখ্য। অনেক প্রতিষ্ঠান নিম্নমানের অডিট প্রতিবেদন জমা দেয়, যা গ্রহণযোগ্য নয়।”
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর অডিট প্রসঙ্গে তিনি বলেন, “এনবিআরের তথ্য মতে প্রতি ১০০ করদাতার ৭০ জনই শূন্য রিটার্ন জমা দেন। এটি অবিশ্বাস্য। এসব করদাতার অডিট হওয়া জরুরি। রিটার্ন জমার তথ্যেও গরমিল থাকতে পারে।”
বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর অডিটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বিদেশি বিনিয়োগকারীরা স্বচ্ছতা চায়। তাই অডিটিং ও অ্যাকাউন্টিংয়ে মান নিশ্চিত করতেই হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, “বর্তমানে অধিকাংশ ব্যাংকের অডিট রিপোর্টেই গরমিল দেখা যায়। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ঝুঁকিভিত্তিক তদারকি (রিস্ক বেসড সুপারভিশন) পুরোপুরি কার্যকর হবে। এতে ব্যাংকিং খাতে স্বচ্ছতা বাড়বে।”
তিনি আরও বলেন, “চারটি সরকারি প্রতিষ্ঠানে অডিটের সময় সহযোগিতা পাওয়া যায়নি। কোনো প্রতিষ্ঠান যদি একাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসরণ না করে, তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।”
অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, “বর্তমানে যদি অডিট রিপোর্টের ভিত্তিতে বিচার করি, তাহলে সৎ অডিটর পাওয়া দুষ্কর। আইএফআইসি ব্যাংকের অডিট রিপোর্টের মাধ্যমে একটি কাগুজে কোম্পানিকে ফুলিয়ে-ফাঁপিয়ে অর্থ গ্রহণের প্রমাণ মিলেছে। সালমান এফ রহমান এতে জড়িত ছিলেন। শাসনামলের অনিয়মে বাংলাদেশ ব্যাংক কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।”
তিনি বলেন, “শীর্ষ অডিট ফার্মগুলোর অনিয়ম ধরা পড়লেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা হতাশাজনক।”
১৩২ বার পড়া হয়েছে