বিনোদন

পাকিস্তানি তারকার রহস্যজনক মৃত্যু, অভিনেত্রী হুমাইরার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগর আলী-এর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

করাচির ডিফেন্স হাউজিং অথরিটির (ডিএইচএ) একটি ফ্ল্যাট থেকে মঙ্গলবার বিকেলে তার মরদেহ পাওয়া যায়। মৃত্যুর সময় তার বয়স ছিল ৩২ বছর।

পুলিশ ধারণা করছে, দুই সপ্তাহ আগেই তিনি মারা গেছেন। মরদেহটি ছিল পচনধরা অবস্থায়। এ ঘটনায় রহস্য দানা বাঁধছে এবং তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দক্ষিণ করাচির ডিআইজি সৈয়দ আসাদ রাজা গণমাধ্যমকে জানান, ডিএইচএর ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ভাড়া না দেওয়ার কারণে স্থানীয় আদালত ফ্ল্যাট খালি করার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে গিজরি থানার পুলিশ ফ্ল্যাটে গেলে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং গলিত মরদেহ দেখতে পায়।


পরে ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। পুলিশ জানায়, হুমাইরা ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন এবং ২০১৮ সাল থেকে ভাড়া নিয়ে থাকছিলেন। তবে ২০২৪ সাল থেকে তিনি আর ভাড়া দিচ্ছিলেন না।

সামা টিভির বরাতে জানা যায়, মরদেহের পাশে পাওয়া একটি মোবাইল ফোন হুমাইরার নামে নিবন্ধিত ছিল। ফ্ল্যাট থেকে তার ছবি সম্বলিত একটি ম্যাগাজিন এবং জাতীয় পরিচয়পত্রও উদ্ধার করেছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে তার মোবাইল সিমের সঙ্গে সংযুক্ত এনআইডি যাচাই করে পুলিশ নিশ্চিত হয়, মরদেহটি অভিনেত্রী হুমাইরা আসগর আলী-এর।

উল্লেখ্য, হুমাইরা আসগর আরিয়ানা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা ঘর’-এ অংশ নিয়েছিলেন। এছাড়া ২০১৫ সালের আলোচিত চলচ্চিত্র ‘জালাইবি’-তে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।

এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা স্পষ্ট নয়। ঘটনাটি ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন