সাহিত্য
আজ মেঘে ঢাকা রবি,
বৃষ্টি ভেজা দিন

বিপুল চন্দ্র রায়
বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৬:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ মেঘে ঢাকা রবি,
বাদল দিনের কাব্য ছবি।
বৃষ্টি ভেজা এই ক্ষণ,
ভিজে মাটি, ভিজে মন।
গাছের পাতায় জমেছে জল,
আজ মনটা কেমন চঞ্চল।
জানালা দিয়ে দেখি বাইরে,
বৃষ্টির সাথে ভিজে কত স্মৃতি।
চা হাতে আর বই পাশে,
বৃষ্টি ভেজা দিনের গল্প হাসে।
সময় যেন থমকে আছে,
এই বৃষ্টি ভেজা দিনে।
১৭৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর