সর্বশেষ

আন্তর্জাতিক

চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতির সময়ে চীনের কাছ থেকে ভূমি-থেকে-আকাশে উৎক্ষেপণযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান।

গত ২৪ জুন যুদ্ধবিরতির পরপরই এই চালানটি তেহরানে পৌঁছায় বলে মধ্যপ্রাচ্যের গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে।

আরব গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে শক্তিশালী করার লক্ষ্যে চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে। ঠিক কতটি ক্ষেপণাস্ত্র বা কোন মডেলের ব্যবস্থা পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে পশ্চিমা গোয়েন্দা ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনের এইচকিউ-৯ (HQ-9) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাতে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

চীনের কাছ থেকে এই অস্ত্র সংগ্রহের বিনিময়ে ইরান তেল সরবরাহ করেছে বলে জানা গেছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা এবং ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল ও কনডেনসেট চীনে রপ্তানি হয়। তেলের উৎস গোপন রাখতে চীন মালয়েশিয়াসহ বিভিন্ন দেশকে ট্রানশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।


ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাসহ সামরিক অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে। ইসরায়েলি বিমানবাহিনীর আধুনিক যুদ্ধবিমান ও অস্ত্রের মুখে ইরানের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই অকার্যকর প্রমাণিত হয়। এই প্রেক্ষাপটে তেহরান নতুন করে চীনের কাছ থেকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করল।

চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১০০-২০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এতে আধুনিক AESA রাডার ও শব্দের চেয়ে ১৪ গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র রয়েছে। পাকিস্তান, মিসরসহ আরও কয়েকটি দেশ ইতিমধ্যে এই ব্যবস্থা ব্যবহার করছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন