সর্বশেষ

আন্তর্জাতিক

রাফাহতে ‘মানবিক নগরী’ গড়ে গাজার জনগণকে স্থানান্তরের পরিকল্পনা ইসরায়েলের

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ২০২৫ সালের ৭ জুলাই, সোমবার সাংবাদিকদের জানান, তিনি গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের ধ্বংসস্তূপের ওপর একটি ‘মানবিক নগরী’ গড়ে তুলতে চান।

এই পরিকল্পনার আওতায় প্রাথমিকভাবে প্রায় ৬ লাখ এবং ভবিষ্যতে গাজার ২১ লাখ (২.১ মিলিয়ন) ফিলিস্তিনিকে সেখানে স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


কাটজ বলেন, এই নগরীতে প্রবেশের আগে প্রত্যেককে নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে, যাতে হামাসের কোনো সদস্য সেখানে প্রবেশ করতে না পারে। ক্যাম্পে প্রবেশের পর কাউকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধবিরতির সুযোগে ৬০ দিনের মধ্যে এই নগরী নির্মাণের কাজ শুরু হতে পারে।


রাফাহ শহর ইতিমধ্যে ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে লাখো বাস্তুচ্যুত মানুষ মানবিক সংকটে রয়েছে। ইসরায়েলের এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।


জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, দখলকৃত অঞ্চলের জনগণকে জোরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার জনগণের জন্য নতুন করে সংকট ও অনিশ্চয়তা তৈরি হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন