সর্বশেষ

জাতীয়

২৪ ঘণ্টায় ঢাকায় ৭৭ মিমি বৃষ্টি, দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত) ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আজ বুধবার সকালেও অব্যাহত রয়েছে। তবে বিকেলের দিক থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ঢাকাসহ দেশের চারটি বিভাগ—ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে আজ সারা দিন বৃষ্টির প্রবণতা থাকতে পারে। তবে গতকালের তুলনায় আজ রাজধানীতে বৃষ্টি কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই দিন ধরে চলমান এই বৃষ্টিপাতের পেছনে রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব। এ কারণে দেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর মধ্যে ফেনী জেলার পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফেনীতে গত ২৪ ঘণ্টায় ৩৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অতিবৃষ্টির ফলে ফেনীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহরের বেশ কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে। তবে আজ পানি কমে আসার সম্ভাবনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে, পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ দেশের প্রধান প্রধান নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বাড়তে শুরু করেছে। তবে এখনই বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে, তবে রোববার থেকে আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন