সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতের জন্য ট্রাম্পের ট্যারিফ নীতি নিয়ে নতুন চ্যালেঞ্জ

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৬ শতাংশ পর্যন্ত বাড়তি ট্যারিফ আরোপ করেছিলেন, যা আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রয়েছে।

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যে ভারসাম্য আনতে ভারতের ওপর এই বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়।

ট্যারিফ আরোপের ফলে ভারতের কৃষি, ইস্পাত, প্রযুক্তি ও পরিষেবা খাতে রপ্তানি ব্যয় বেড়ে যায় এবং দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য আলোচনার সূচনা হয়। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, ভারত যেন মার্কিন পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক কমিয়ে প্রায় শূন্য শতাংশে নিয়ে আসে, যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

এছাড়া, রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখলে ভারতীয় আমদানি পণ্যে ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকিও দেয়া হয়েছে, যদিও সেটি কার্যকর হয়নি।

এই ট্যারিফ নীতির ফলে ভারতকে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করতে হচ্ছে, অন্যদিকে দেশীয় স্বার্থ ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। দুই দেশের মধ্যে চলমান আলোচনায় ভারত কঠোর অবস্থান নিয়েছে এবং জাতীয় স্বার্থের বাইরে কোনো চাপ মেনে নিচ্ছে না।

চূড়ান্ত বাণিজ্য চুক্তি হলে তা দুই দেশের অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তা কৌশলে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন