আন্তর্জাতিক

উত্তর লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তর লেবাননের ত্রিপোলি শহরের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে বেদ্দাওয়ি-এয়রুনিয়েহ-নেফা সড়কে চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি ড্রোন। হামলায় ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুইজন এবং পাশে একটি গ্যারেজের মালিক নিহত হন।

নিহতদের মধ্যে রয়েছেন হামাসের শীর্ষস্থানীয় নেতা মেহরান মুস্তাফা বাজউর ও আলী হামাউই। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার মূল লক্ষ্য ছিল হামাসের একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি লেবাননে হামাসের সামরিক কার্যক্রম ও রকেট হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন। হামলায় আশপাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী এবং পথচারীরাও হতাহত হন। হামলার পরপরই ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যান।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির পর উত্তর লেবাননে এটিই সবচেয়ে বড় হামলা। সাম্প্রতিক সময়ে ইসরায়েল দক্ষিণ ও পূর্ব লেবাননে নিয়মিত হামলা চালালেও, এ ধরনের প্রাণঘাতী হামলা তুলনামূলকভাবে বিরল ছিল। এই ঘটনায় লেবাননে উত্তেজনা আরও বেড়েছে এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন