আন্তর্জাতিক

গাজায় সংঘর্ষে ৯৫ ফিলিস্তিনি ও ৫ ইসরায়েলি সেনা নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলা ও পাল্টা প্রতিরোধে গত ২৪ ঘন্টায় নতুন করে প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য।

গাজার বিভিন্ন স্থানে কফি শপ, স্কুল, হাসপাতাল এবং খাদ্য সহায়তা বিতরণকেন্দ্রে হামলা চালানো হয়েছে। অনেকেই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন, কিন্তু সেখানে হামলার ফলে হতাহতের সংখ্যা বেড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া বহু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মীরা।

অন্যদিকে, গাজার উত্তরের বেইত হানুন এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস হামলা চালানো হয়। এতে ৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর আহত সেনাদের উদ্ধার করতে গেলে তাদের ওপরও গুলি চালানো হয় বলে জানানো হয়েছে।

চলমান সংঘর্ষে গাজার মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। অধিকাংশ মানুষ এখন খাদ্য ও চিকিৎসা সহায়তার ওপর নির্ভরশীল। হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ালেও, ময়দানে সংঘাত ও প্রাণহানি অব্যাহত রয়েছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন