সর্বশেষ

রাজনীতি

আবরার ফাহাদের আদর্শে রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আবরার ফাহাদ ছিলেন একটি প্রতীকী নাম।

তার সেই পথ অনুসরণ করেই এনসিপি রাজনীতির ধারা তৈরি করছে।

মঙ্গলবার (৮ জুলাই) কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙা গ্রামে আবরারের কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, “আবরার দেশের স্বার্থে কথা বলেছিলেন, আর এ কারণেই ভারত-সমর্থিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। আমরা মনে করি, ভারতের আধিপত্যবিরোধী লড়াইয়ে আবরার যে সাহস দেখিয়েছেন, এনসিপিও সেই পথেই রাজনীতি করছে। 'জুলাই অভ্যুত্থান'ও সেই পথেরই ফলাফল।”

তিনি আরও বলেন, “বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল আবরারের হত্যার প্রতিবাদ থেকে। আমাদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’ স্লোগান ওই আন্দোলন থেকেই উঠে এসেছে।”

এ সময় তিনি শহীদ আবরার থেকে শুরু করে আবু সাঈদসহ গত ১৬ বছরে গুম-খুন ও নির্যাতনের শিকার সব মানুষকে স্মরণ করেন। বলেন, “জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই সকল নির্যাতিত মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে চাই।”

পদযাত্রার অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন অবস্থান করছেন কুষ্টিয়ায়। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাদের এই কর্মসূচিতে সংহতি জানাচ্ছেন।

আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ এ সময় বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আবরার হত্যার রায় দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।”

তিনি কয়া খেয়াঘাট থেকে ঘোড়ারঘাট পর্যন্ত পদ্মা নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য এনসিপি নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

পরে উপজেলার আলাউদ্দিন নগর মোড় থেকে পদযাত্রা করে এনসিপি নেতারা কুষ্টিয়া শহরের বড়বাজারে পৌঁছান এবং পাঁচরাস্তা মোড়ে এক পথসভা করেন। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, যুব সংগঠক দ্রুতী আরণ্য চৌধুরীসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা অংশ নেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন