২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন।
সময় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন রোগী।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশালে সংখ্যা ১২০ জন।
অন্যান্য অঞ্চলে ভর্তি রোগীর সংখ্যা হলো:
ঢাকা মহানগর এলাকায়: ৮৮ জন
ঢাকা বিভাগের অন্যান্য এলাকায়: ৩৬ জন
চট্টগ্রাম বিভাগে: ৯৮ জন
রাজশাহী বিভাগে: ৪৮ জন
খুলনা বিভাগে: ১৮ জন
সিলেট বিভাগে: ১ জন
ময়মনসিংহ বিভাগে: ১১ জন
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত (৮ জুলাই পর্যন্ত) ডেঙ্গুতে মোট ৫১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১৩,১৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, ২০২৪ সালে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জনে এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।
তবে ২০২৩ সালের তুলনায় চলতি বছরের চিত্র তুলনামূলকভাবে কিছুটা নিয়ন্ত্রিত। গত বছর (২০২৩ সালে) ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১,৭০৫ জন এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সময়মতো চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
১১৫ বার পড়া হয়েছে