মালয়েশিয়ায় ‘জঙ্গি সন্দেহে’ গ্রেফতার চারজন রিমান্ডে

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ায় ‘জঙ্গি সংশ্লিষ্টতার’ অভিযোগে আটক চার বাংলাদেশিকে দেশে এনে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) আদালত তাদের প্রত্যেককে চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন।
আসামিরা হলেন নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ ও মাহফুজ। তদন্ত কর্মকর্তা পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক কে এম তারিকুল ইসলাম আদালতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদের বিরুদ্ধে ৫ জুলাই বিমানবন্দর থানায় মামলা করেন এন্টি টেররিজম ইউনিটের কর্মকর্তা মো. আব্দুল বাতেন। মামলায় মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, আসামিরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় থেকে সদস্য সংগ্রহ, চাঁদা আদায় ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন।
তারা বাংলাদেশি নাগরিকদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণাও চালাতেন। সংগৃহীত অর্থ বিদেশে প্রেরণের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে সহায়তা করা হতো বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত জুনে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ জন বাংলাদেশিকে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের তথ্য জানান। তাদের মধ্যে পাঁচজনকে সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা দিচ্ছে।
১০৯ বার পড়া হয়েছে