মাত্র ৪১ বছর বয়সে না ফেরার দেশে আন্তর্জাতিক আম্পায়ার শিনওয়ারি

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক ক্রিকেটের আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে মঙ্গলবার শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আফগান ক্রিকেট অঙ্গনে শিনওয়ারি ছিলেন এক পরিচিত এবং শ্রদ্ধেয় নাম। আন্তর্জাতিক ক্রিকেটে তার যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালের ডিসেম্বরে, শারজায় আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার এক ওয়ানডে ম্যাচ দিয়ে। এরপর থেকে তিনি আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ২৫টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচে।
শোকবার্তায় এসিবি জানিয়েছে, ‘আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারির অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি এক নিঃস্বার্থ ও নিষ্ঠাবান ক্রিকেটসেবক ছিলেন। তাঁর অবদান আফগান ক্রিকেট স্মরণ রাখবে।’
শিনওয়ারির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। এক শোকবার্তায় তিনি বলেন, ‘শিনওয়ারির মৃত্যু ক্রিকেট জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার পেশাদারিত্ব এবং অবদান আমরা কখনও ভুলব না। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
১২২ বার পড়া হয়েছে