সাহিত্য
হে বিধাতা,
আমি কেন গরিব হলাম?

বিপুল চন্দ্র রায়
মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হে বিধাতা,
আমি কেন গরিব হলাম?
এর জবাব কি দেবে তুমি?
দারিদ্র্য কেন গ্রাস করল আমাকে,
এই প্রশ্ন জাগে মনে।
ভাগ্য কি তবে রুষ্ট আমার,
এই জীবনের পদে পদে?
বিধাতার লিখন নাকি এ আমার কর্মফল?
গরিবের ঘরে জন্ম,
এ কি আমারই ভুল?
হে বিধাতা,
এর জবাব কি দেবে তুমি?
খেটে খাওয়া জীবন আমার,
তবু কেন অভাব পিছু ছাড়ে না?
সকাল থেকে রাত অবধি খাটি,
তবু কেন দু'বেলা খাবার জোটে না?
পেটের ক্ষুধা নিয়ে ঘুমাই আমি,
বুকভরা হতাশা আর দীর্ঘশ্বাসে।
কত ঋণে ঋণী আমি?
ঋণ কি পরিশোধ হয় না তবুও দিনের পর দিন?
হে বিধাতা,
তোমার কেমন বিচার?
কাউকে রাখো সুখে, কাউকে রাখো দুঃখে,
কেন আমি গরিব হলাম, এই প্রশ্ন জাগে মনে।
২১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর