সিরিজের শেষ লড়াইয়ে ফিল্ডিং দিয়ে শুরু বাংলাদেশের

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে আজ এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক লংকানরা। পাল্লেকেলেতে আগে ফিল্ডিং করবে মেহেদী হাসান মিরাজের দল। টাইগার একাদশে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ, বাদ পড়েছেন হাসান মাহমুদ।
আশঙ্কা থাকলেও একাদশে রাখা হয়েছে ইনজুরির শঙ্কায় থাকা নাজমুল হোসেন শান্তকে। তবে শেষ পর্যন্ত তাকে খেলানো না হলে বদলি হিসেবে প্রস্তুত থাকবেন নাইম শেখ।
ব্যাটিং সহায়ক পাল্লেকেলেতে স্পিন কিছুটা হলেও প্রভাব রাখে, সেই অনুযায়ী বাংলাদেশ তিন স্পিনার নিয়ে মাঠে নামছে। এই ভেন্যুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও, আগের পাঁচ ওয়ানডের মধ্যে চারটি খেলা হয়েছে কার্টেল ওভারে, একটি আবার পরিত্যক্ত হয়েছে।
প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজ জিততে হলে আজকের ম্যাচ জিততেই হবে মিরাজ ব্রিগেডকে। একইসঙ্গে এটিই হতে পারে ইতিহাস গড়ার সুযোগ—কারণ শ্রীলংকার মাটিতে বাংলাদেশ কখনও ওয়ানডে সিরিজ জেতেনি।
শ্রীলংকা তাদের দ্বিতীয় ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
১২০ বার পড়া হয়েছে