সর্বশেষ

জাতীয়

বর্তমানে যুক্তরাষ্ট্রেই আছেন বাণিজ্য উপদেষ্টা, শুল্ক নিয়ে বৈঠক কাল 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৮:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার (৯ জুলাই)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বর্তমানে বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।


তিনি বলেন, “এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৯ জুলাই একটি বৈঠক রয়েছে। আমরা ভালো কিছুর আশায় রয়েছি।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষে বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ এপ্রিল যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল।

তবে এখনো আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। এক সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, “৩৫ শতাংশ শুল্ক এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আলোচনা চলমান রয়েছে। পরবর্তী বৈঠক ৯ জুলাই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ভালো ফলের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।”

এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, যুক্তরাষ্ট্র শুধু শুল্ক আরোপের বিষয়েই নয়, বরং একটি নতুন বাণিজ্য চুক্তির খসড়াও পাঠিয়েছে। তিনি বলেন, “নথিটি বেশ বড়, এখনো সম্পূর্ণ পড়া হয়নি। দেখতে হবে—তারা কী চাচ্ছে এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে চায়।”

প্রসঙ্গত, আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে ওই সময়ের আগে উভয় দেশের মধ্যে সমঝোতা হলে শুল্ক হারের বিষয়ে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন