সর্বশেষ

আন্তর্জাতিক

লোহিত সাগরে মালবাহী জাহাজে হামলা, ডুবিয়ে দেওয়ার দাবি হুথিদের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটিকে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

রকেট, গুলি এবং দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী নৌকা ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। খবর রয়টার্সের।

জাহাজটির মালিকানাধীন গ্রিসভিত্তিক প্রতিষ্ঠান স্টেম শিপিং জানায়, জাহাজটি আসলেই ডুবে গেছে কি না—সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। রয়টার্স নিজেও তাৎক্ষণিকভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।

হুথি পক্ষ বলছে, লাইবেরিয়ার পতাকাবাহী ‘ম্যাজিক সিজ’ নামের জাহাজটি গত রোববার তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে হামলার আগে জাহাজে থাকা ১৯ জন নাবিককে নিরাপদে নামার সুযোগ দেওয়া হয়েছে।

স্টেম শিপিং আরও জানায়, পাশ দিয়ে যাওয়া অন্য একটি বাণিজ্যিক জাহাজ ওই নাবিকদের উদ্ধার করে জিবুতির উদ্দেশে রওনা দেয়।

সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়, হামলার শিকার হওয়ার পর ‘ম্যাজিক সিজ’ বিপদ সংকেত পাঠায়। সংকেত পাওয়ার পর ‘এডি পোর্টস গ্রুপ’-এর মালিকানাধীন ‘সাফিন প্রিজম’ নামের উদ্ধারকারী জাহাজ সেখানে গিয়ে ২২ আরোহীকে নিরাপদে উদ্ধার করে।

স্টেম শিপিংয়ের একজন মুখপাত্র মাইকেল বুদোরোগলু জানিয়েছেন, হামলার ফলে জাহাজটিতে পানি ঢুকে পড়ে এবং এটি ডুবে যাওয়ার শঙ্কা দেখা দেয়।

জানা যায়, ‘ম্যাজিক সিজ’ জাহাজটি চীন থেকে লোহা ও সার নিয়ে তুরস্কের উদ্দেশ্যে যাচ্ছিল।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন