আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫৮ ফিলিস্তিনি নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় অন্তত ৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই ২০২৫) ভোররাতে গাজার বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির পাশাপাশি দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফাহ এলাকায়ও ব্যাপক গোলাবর্ষণ ও বিমান হামলা চালায়।

গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয় এবং গাজা সিটির শেখ রাদওয়ান ও আল-রিমাল এলাকায় আবাসিক ভবন ও আশ্রয়কেন্দ্রে হামলার ফলে বহু মানুষ হতাহত হয়। আল-রিমাল অঞ্চলের একটি ক্লিনিক-আশ্রয়কেন্দ্রে হামলায় শিশুসহ ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। বিভিন্ন হাসপাতালে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। হামলাগুলোর সময় অনেক বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে, উদ্ধারকাজে ব্যাপক প্রতিবন্ধকতার কথা জানিয়েছেন স্থানীয়রা।


গাজায় চলমান সংঘাতে গত কয়েক সপ্তাহে ইসরায়েলি হামলার মাত্রা বেড়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৫৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবে অধিকাংশ হতাহতই বেসামরিক নাগরিক। এই হামলার পর গাজা ও পশ্চিম তীরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ও বেসামরিক জনগণের সুরক্ষার দাবি তুলেছে।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা চললেও, ময়দানে সংঘর্ষ অব্যাহত রয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত ৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। অব্যাহত সংঘাতে বেসামরিক প্রাণহানি ও মানবিক সংকট আরও গভীর হচ্ছে, আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন