সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তর গাজার বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, সোমবার (৭ জুলাই) রাত ১০টার কিছু পর গাজার বেইত হানুনে স্থল অভিযানের সময় সেনারা বিস্ফোরণে আক্রান্ত হন। তারা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিলেন, কোনো যানবাহনে ছিলেন না।

নিহত সেনাদের মধ্যে দুজনের নাম প্রকাশ করা হয়েছে: ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ, দুজনই জেরুজালেমের বাসিন্দা। তারা কফির ব্রিগেডের অধীনস্থ নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন। বাকি নিহতদের নাম পরে জানানো হবে বলে জানিয়েছে আইডিএফ।

ঘটনাস্থল থেকে আহত সেনাদের উদ্ধার করতে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। আইডিএফ জানিয়েছে, অভিযানের আগে ওই এলাকায় বিমান হামলা চালানো হয়েছিল। তারপরও সড়কে পুঁতে রাখা বোমা ও গুলির মুখে পড়ে সেনারা হতাহত হন।

নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সেনারা বর্তমানে গাজার উত্তরের ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একযোগে অভিযান চালাচ্ছেন। তাদের লক্ষ্য হচ্ছে ওই এলাকায় থাকা স্বাধীনতাকামী যোদ্ধাদের চূড়ান্তভাবে দমন করা।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন