বাংলাদেশসহ আরও ১৪ দেশের পণ্যে ট্রাম্পের নতুন আমদানি শুল্ক

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, জাপানসহ মোট ১৪টি দেশের আমদানি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সময় ৭ জুলাই (সোমবার) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির মেয়াদ শেষ হতে যাওয়ায় ট্রাম্প এই ঘোষণা দেন। যদিও শুল্ক কার্যকরের পূর্ব নির্ধারিত তারিখ ছিল ৯ জুলাই, তা পরিবর্তন করে ১ আগস্ট থেকে কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প বিষয়টি একটি চিঠির মাধ্যমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন এবং পরে সেটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপান থেকেও আমদানি পণ্যে ২৫% শুল্ক আরোপ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে এসব দেশের ওপর আংশিক শুল্ক আরোপ করা হয়েছিল দক্ষিণ কোরিয়ার জন্য ২৫% এবং জাপানের জন্য ২৪%।
এই নতুন উদ্যোগের আওতায় আরও যেসব দেশের ওপর শুল্ক নির্ধারণ করা হয়েছে, তা হলো:
মিয়ানমার ও লাওস – ৪০%
দক্ষিণ আফ্রিকা – ৩০%
মালয়েশিয়া – ২৫%
তিউনিসিয়া – ২৫%
ইন্দোনেশিয়া – ৩২%
বসনিয়া – ৩০%
সার্বিয়া – ৩৫%
কম্বোডিয়া ও থাইল্যান্ড – ৩৬%
কাজাখস্তান – ২৫%
ট্রাম্প এই চূড়ান্ত শুল্ক হার উল্লেখ করে প্রতিটি দেশের নেতার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন। এসব চিঠিও ট্রুথ সোশ্যালে প্রকাশিত হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ভবিষ্যতে আরও কিছু দেশের জন্য এমন চিঠি পাঠানো হতে পারে।
ট্রাম্প দাবি করেছেন, এই শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবসা ও কর্মসংস্থান সুরক্ষিত হবে এবং দেশীয় উৎপাদন বাড়বে। তবে এ ঘোষণার প্রভাব মার্কিন অর্থনীতিতে তাৎক্ষণিকভাবে পড়েছে সোমবার শেয়ারবাজারে দেখা গেছে মন্দাভাব।
১৩০ বার পড়া হয়েছে