ব্রিকস সম্মেলনে ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ব্রিকস জোটের সদস্য দেশগুলো।
সম্মেলনের যৌথ ঘোষণাপত্রে এসব হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক হামলা নিন্দনীয় এবং তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। বিশেষভাবে ইরানের বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় ইচ্ছাকৃত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিকস নেতারা।
ব্রিকসের যৌথ বিবৃতিতে সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করা হলেও, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিশ্লেষকদের মতে, এই বিবৃতি মূলত ওই দুই দেশের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়াতেই দেওয়া হয়েছে।
সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ২২৩১-এর স্পষ্ট লঙ্ঘন”। তিনি আরও হুঁশিয়ারি দেন, দায়ীদের জবাবদিহির আওতায় না আনলে এর পরিণতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে।
ব্রিকস জোটের এই অবস্থানকে তেহরান একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে, বিশেষ করে এমন সময়ে যখন ইরান-ইসরায়েলের ১২ দিনের সংঘাতে ইরানে অন্তত ৯৩৫ জন নিহত ও ৫ হাজারের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া, ব্রিকস নেতারা গাজায় চলমান সহিংসতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
১৪৪ বার পড়া হয়েছে