সর্বশেষ

সারাদেশ

কুমারখালীতে আব্দুর রশীদ খোমেনীর প্রথম স্ত্রীর ইন্তেকাল 

কুমারখালী প্রতিনিধি
কুমারখালী প্রতিনিধি

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী বাসষ্ট্যান্ড সংলগ্ন মরহুম আব্দুর রশীদ খোমেনীর প্রথম স্ত্রী ও হাবিবুর রহমান স্বপন এর মা ও কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজের বড় মা হালিমা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন।

সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। হালিমা খাতুন এক ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন কুমারখালীর দুর্গাপুরের মরহুম জলিল প্রেসিডেন্টের দ্বিতীয় কন্যা ও মরহুম এ কে এম রশিদ উদ্দিনের স্ত্রী। শৈশব থেকেই তিনি পরিবারের সকলের প্রিয় ও স্নেহময়ী মা ও মমতাময়ী বোন হিসেবে পরিচিত ছিলেন।

হালিমা খাতুনের পরিবারের ইতিহাসও গভীর। মুক্তিযুদ্ধের সময় এই পরিবার পাকিস্তানে আটক ছিলেন। পরে ইরান হয়ে দেশে ফিরে আসেন। তার স্বামী মরহুম এ কে রশিদ উদ্দিন বিমান বাহিনীর কর্মরত ছিলেন। দেশে ফিরে কুমারখালী স্টেশন সংলগ্ন এলাকায় একটি বাসা করে বসবাস শুরু করেন। ইরান-ফেরত হওয়ায় তাকে অনেকে খোমেনি নামে ডাকতেন।

তার পরিবারের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে কুষ্টিয়া জেলা সমিতির ঢাকা সভাপতি ও এশিয়র গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী মরহুমার নাতি জামাই রয়েছেন।

প্রশাসন ও পরিবারের পক্ষ থেকে মরহুমার জন্য দোয়া চাওয়া হয়, মহান আল্লাহতালা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকলকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন, এই প্রার্থনা করা হয়।

শোকাবহ এই সময়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিভিন্ন মহল।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন