জাতীয় মাছ ইলিশ, দাম ছুঁয়েছে আকাশ

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর বাজারে ইলিশ এখন স্বপ্নের মতো। বছরের এই সময়েও মিলছে কম, আর দাম উঠেছে চরমে।
সরবরাহ কম, আবহাওয়া খারাপ সব মিলিয়ে সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে জাতীয় মাছটি।
পটুয়াখালী পৌর নিউমার্কেট এলাকায় ঘুরে দেখা গেছে, মাছ বিক্রেতারা হাতে গোনা কয়েকটি ইলিশ নিয়ে বসে আছেন। ক্রেতাদের ভিড় থাকলেও বেশিরভাগই দাম শুনে হতাশ হয়ে ফিরছেন। কেউ কেউ আবার পরিবার-পরিজনের আবদারে চড়া দাম দিয়েই কিনে নিচ্ছেন মাছটি।
দাম কত?
৪০০–৪৫০ গ্রামের ইলিশ: ১৬০০ টাকা/কেজি
৫০০–৬০০ গ্রামের ইলিশ: ১৮০০ টাকা/কেজি
৬০০–৮০০ গ্রামের ইলিশ: ২১০০ টাকা/কেজি
৮০০–৯০০ গ্রামের ইলিশ: ২৩০০ টাকা/কেজি
৯০০–১০০০ গ্রামের ইলিশ: ২৫০০ টাকা/কেজি
এর আগে ইলিশের দাম সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ১৯০০ টাকা পর্যন্ত ছিল।
ক্রেতা ফিরোজ বিশ্বাস বলেন, “ইলিশ মাছ এখন আর মধ্যবিত্তের খাবার না। আমাদের মতো মানুষের পক্ষে এ দাম দিয়ে কেনা সম্ভব নয়।”
আরেক ক্রেতা জাকির হোসেন বলেন, “ইলিশ খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত দামে কেনা সম্ভব না। অপেক্ষা করছি দাম কমার।”
মাছ বিক্রেতা জলিল মৃধা জানালেন, “মাছ কম, দাম বেশি কিন্তু বিক্রি কম। কাস্টমার আসে, দাম শুনে চলে যায়।”
অন্য একজন বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, “সমুদ্রে জেলেরা ঠিকমতো নামতে পারছে না। বৃষ্টি আর খারাপ আবহাওয়ায় মাছ ধরা কঠিন হয়ে পড়েছে।”
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, “৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর অতিরিক্ত তাপমাত্রায় তেমন মাছ ধরা যায়নি। এরপর আবার বৈরী আবহাওয়ায় জেলেরা গভীর সমুদ্রে যেতে পারছে না। এজন্য ইলিশের জোগান কম, আর দাম বেড়ে গেছে।”
তিনি আরও আশ্বস্ত করেন, “আবহাওয়া স্বাভাবিক হলে জেলেরা নিয়মিত মাছ ধরতে পারবেন। তখন বাজারে সরবরাহ বাড়বে এবং ইলিশের দামও সাধারণ মানুষের নাগালে ফিরে আসবে।”
১২১ বার পড়া হয়েছে