জাতীয় পার্টির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় পার্টির নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে দলের নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান জিএম কাদের।
সোমবার (৭ জুলাই) এই নিয়োগ চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন শামীম হায়দার পাটোয়ারী।
দলীয় গঠনতন্ত্রের ক্ষমতা প্রয়োগ
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০(ক) ধারা অনুযায়ী, দলীয় চেয়ারম্যান কাউকে কোনো ধরনের শোকজ বা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার বা অব্যাহতি দিতে পারেন। সেই ধারা অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগেও হয়েছিল হঠাৎ পরিবর্তন
এর আগে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব পদ থেকে সরিয়ে মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব দিয়েছিলেন জিএম কাদের। এবার চুন্নুর জায়গায় আসছেন ব্যারিস্টার শামীম।
১১৮ বার পড়া হয়েছে