সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ৭২, বাড়ছে দুর্যোগের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানে গত ১০ দিনের টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

সোমবার (৭ জুলাই) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) এবং স্থানীয় প্রশাসন। খবর এপি।

গত ২৬ জুন থেকে এসব প্রাণহানির ঘটনা ঘটে দেশটির বিভিন্ন অঞ্চলে, যার মধ্যে রয়েছে খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব, সিন্ধ ও বেলুচিস্তান প্রদেশ। অধিকাংশ এলাকা এখনো দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।

NDMA জানিয়েছে, চলমান বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকায় নতুন করে ভূমিধস ও হঠাৎ বন্যার শঙ্কা রয়েছে। সতর্কবার্তায় স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটকদের দুর্যোগপ্রবণ এলাকায় না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

লাগাতার বর্ষণে ইতিমধ্যে বহু সড়ক-মহাসড়ক ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

এর আগে, গত মাসে সোয়াত নদীতে একই পরিবারের ১৭ জন পর্যটক আকস্মিক স্রোতের কবলে পড়েন। চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিদের মরদেহ পরে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা ছাদে আশ্রয় নিয়ে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও শেয়ার করলে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠে। জরুরি সেবার ধীর প্রতিক্রিয়া নিয়ে তখন ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রশাসন।

২০২২ সালের স্মৃতি ফিরে আসার শঙ্কা
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ২০২২ সালের ভয়াবহ বন্যার মতো পরিস্থিতি আবার ফিরে আসতে পারে। ওই বছর ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা পানিতে ডুবে গিয়েছিল এবং প্রাণ হারান অন্তত ১,৭৩৭ জন। বর্তমানে দুর্যোগ পরিস্থিতি দেখে অনেকেই সে স্মৃতি মনে করে আতঙ্কিত হয়ে পড়েছেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন