সারাদেশ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম (৫৬)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
অস্ত্র মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সোহেল রানা, মানিকগঞ্জ
সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম (৫৬)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার বাঘুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পারুরিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত জয়নুদ্দিন শেখের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর.এম আল মামুন জানান,
২০২৪ সালের ৩ ডিসেম্বর দৌলতপুর থানায় এস.এম. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৪, ৩২৬, ৪২৭ ও ৫০৬(২) ধারায় মামলা করা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর