১৫ বছর পর কৃতজ্ঞতার অশ্রু সামান্থার চোখে

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘তেলেগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (TANA)’-এর ২০২৫ সালের অনুষ্ঠানে অংশ নেন।
সেখানেই ভক্তদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দিতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী।
ভক্তদের শ্রদ্ধায় মাথা নত করে সামান্থা বলেন,
“আমার প্রথম ছবি তেলেগু দর্শকেরাই ভালোবেসে গ্রহণ করেছিলেন। আজ আমি যা কিছু, তার পেছনে রয়েছে আপনাদের ভালোবাসা ও সমর্থন। ১৫ বছরের দীর্ঘ এই যাত্রায় যখনই আমি ভুল করেছি, আপনারা কখনো আমাকে ছেড়ে যাননি।”
তিনি আরও বলেন,
“আপনারা আমাকে শুধু একটি ক্যারিয়ার দেননি, দিয়েছেন একটি পরিচয়, একটি অর্থবহ জীবন। কিন্তু এত বছরেও আমি আপনাদের ধন্যবাদ জানানোর সুযোগ পাইনি – এটাই আমার সবচেয়ে বড় আফসোস।”
বক্তব্য দিতে দিতে কেঁদে ফেলেন সামান্থা। বলেন,
“বিশ্বাস হচ্ছে না, আপনাদের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে আমাকে ১৫ বছর অপেক্ষা করতে হলো। এই ভালোবাসা আমার কাছে এক অমূল্য উপহার।”
সামান্থাকে সর্বশেষ দেখা গেছে ‘শুভম’ সিনেমায়। বর্তমানে তিনি ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘বঙ্গরাম’-এর শুটিং নিয়ে। এর পাশাপাশি তার অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
১২১ বার পড়া হয়েছে