‘জুলাই গণহত্যা’ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আদেশ ১০ জুলাই

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘জুলাই গণহত্যা’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ঘোষণা করা হবে আগামী ১০ জুলাই।
সোমবার (৭ জুলাই) দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ সিদ্ধান্ত জানান।
এর আগে, মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয় গত ১ জুলাই। সেদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, আর আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন অংশ নেন। গুরুত্বপূর্ণ এই শুনানির পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়।
সোমবার সকালেই মামলার অন্যতম আসামি, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগেও, চলতি বছরের ১২ মে তদন্ত সংস্থা ‘জুলাই-আগস্ট গণহত্যা’ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে তাকে ওই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘জুলাই-আগস্ট গণহত্যা’ মামলার তদন্ত দ্রুত শেষ করতে ট্রাইব্যুনাল ২০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। পরে প্রসিকিউশনের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত এ বিষয়ে আদেশ দেয়।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শান্তিপূর্ণ ও নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের বিভিন্ন স্থানে চালানো দমন-পীড়নে প্রাণ হারান প্রায় দেড় হাজার মানুষ।
এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।
১১৭ বার পড়া হয়েছে