ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
আগামী সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে এই দুটি ম্যাচ হবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে।
নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ ও ৯ সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচে অংশ নিচ্ছে দুই দলই।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করলেও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।
এই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে সিঙ্গাপুর (৪ পয়েন্ট), দ্বিতীয় হংকং (৪), তৃতীয় বাংলাদেশ (১) ও চতুর্থ ভারত (১)। অক্টোবরের ৯ ও ১৪ তারিখে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে দলটি। ২০২৬ সালের ২৬ মার্চ সিঙ্গাপুরে খেলতে যাবে বাংলাদেশ।
উল্লেখ্য, ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপে অংশ নেবে ২৪টি দল। আয়োজকসহ এরই মধ্যে ১৮টি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। বাকি ছয়টি দল বাছাইপর্বের তৃতীয় রাউন্ড থেকেই চূড়ান্ত হবে। ছয়টি গ্রুপে চারটি করে দল হোম-অ্যাওয়ে ভিত্তিতে মুখোমুখি হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দলই জায়গা করে নেবে মূলপর্বে।
১১৭ বার পড়া হয়েছে