সারাদেশ
গত ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত দুইজন রোগীর মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় বরিশালে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গত ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত দুইজন রোগীর মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে একজন ১৮ বছর বয়সী ছনিয়া আক্তার, যিনি বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা, এবং অপরজন ৩৫ বছর বয়সী সাইফুল ইসলাম, যিনি বরগুনার পাথরঘাটা থেকে।
সোমবার (৭ জুলাই) দুপুরে হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, গত একদিনে ৩০ নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বিভাগে মোট ৫ হাজার ৫৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ১৩ জনের মৃত্যু ঘটেছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর