মক্কার মিনার থেকে বিশ্বময় বার্তা: ৩৫ ভাষায় জুমার খুতবা

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৬:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইতিহাসে প্রথমবারের মতো মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত জুমার খুতবা একযোগে বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হবে।
শুক্রবার (৪ জুলাই) এই গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা দেয় সৌদি আরবের ধর্মবিষয়ক প্রেসিডেন্সি।
ওইদিন জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন ধর্মবিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আস-সুদাইস।
সৌদি গ্যাজেট-এর বরাত দিয়ে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মুসলমান নিজ নিজ ভাষায় খুতবার বার্তা শুনতে পারবেন।
প্রেসিডেন্সির জনসংযোগ বিভাগের সাধারণ তত্ত্বাবধায়ক ফাহিম আল-হামিদ বলেন,
“বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে আন্তঃসংযোগ ও পারস্পরিক সংস্কৃতি বিনিময়ের একটি সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, প্রযুক্তির সহায়তায় এই সরাসরি অনুবাদ বিশ্বজুড়ে ইসলামি বার্তা ছড়িয়ে দিতে এক যুগান্তকারী পদক্ষেপ হয়ে উঠবে।
এখন বিশ্বের যেকোনো প্রান্তে বসে মুসলমানরা তাদের মাতৃভাষায় শুনতে পারবেন মসজিদুল হারামের জুমার খুতবা যা আধুনিক ধর্মীয় সম্প্রচারে এক নতুন দিগন্ত উন্মোচন করছে।
১১৪ বার পড়া হয়েছে