টিউলিপের মুসলিম বিরোধী সমর্থনে সমালোচনার ঝড়

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৬:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাজ্যের সংসদে প্রো-প্যালেস্টাইন আন্দোলনের সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করার প্রস্তাব পাস হয়েছে।
২ জুলাই অনুষ্ঠিত এ ভোটাভুটিতে ৩৮৫ জন এমপি প্রস্তাবের পক্ষে এবং মাত্র ২৬ জন বিপক্ষে ভোট দেন।
ব্রিটিশ-বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিকসহ কয়েকজন মুসলিম এমপি এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও, মুসলিম এমপিদের একটি বড় অংশ ভোটাভুটিতে অংশ নেননি বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফাইভ পিলারস।
২০২০ সালে গঠিত ‘প্যালেস্টাইন অ্যাকশন’ মূলত যুক্তরাজ্যের ইসরায়েলি অস্ত্র শিল্প ও গাজার উপর চালানো আগ্রাসনের বিরুদ্ধে সরব একটি কর্মসূচিভিত্তিক সংগঠন। সম্প্রতি তারা যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ঢুকে দুটি বিমানে লাল রঙ ছিটিয়ে প্রতিবাদ জানায়, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সংগঠনটিকে নিষিদ্ধ করার ফলে এখন থেকে তাদের সঙ্গে সংশ্লিষ্টতা, সমর্থন বা প্রচারণা চালানো আইনত অপরাধ হিসেবে গণ্য হবে। এ নিষেধাজ্ঞা অনুযায়ী, ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে আইএস ও আল-কায়েদার মতো একই আইনি পর্যায়ে রাখা হয়েছে।
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্ন মহলে। সংসদের স্বাধীন এমপি জারা সুলতানা বলেন, “একটি রঙের স্প্রে ক্যানকে আত্মঘাতী বোমার সঙ্গে তুলনা করা হাস্যকর ও আইন বিকৃত করার ভয়ানক উদাহরণ।”
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে-এর প্রধান নির্বাহী সাচা দেশমুখও এ পদক্ষেপকে "আইনের নজিরবিহীন অপব্যবহার" হিসেবে উল্লেখ করেন। তার মতে, এই নিষেধাজ্ঞার মাধ্যমে সরকার বাকস্বাধীনতা রুদ্ধ করার পথ প্রশস্ত করছে।
‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিজেও এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে। সংগঠনটি বলছে, তারা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে চালিত হয় এবং মানুষের ক্ষতি নয়, বরং ইসরায়েলি অস্ত্র নির্মাতাদের অবকাঠামোর বিরুদ্ধে প্রতিবাদ চালায়।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াভেট কুপার অবশ্য এ সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন, “সহিংসতা ও অপরাধমূলক ক্ষতিসাধনের কোনো স্থান বৈধ প্রতিবাদে নেই। জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করা জরুরি।”
অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নিযুক্ত বিশেষজ্ঞরাও যুক্তরাজ্য সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, প্রাণহানির উদ্দেশ্য ছাড়া সম্পত্তি ধ্বংসের ঘটনা সন্ত্রাসবাদ নয়।
ভোট প্রসঙ্গে আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, তিনটি ভিন্ন সংগঠন নিষিদ্ধ করার একই প্রস্তাবনাতে একত্রে ভোট হওয়ায় অনেক এমপি বাধ্য হয়ে প্রস্তাবের পক্ষে অবস্থান নেন, যদিও সব সংগঠনের বিরোধিতা তাঁদের উদ্দেশ্য ছিল না।
এরই মধ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। ব্রিস্টলে এলবিট সাইটের প্রবেশপথ তারা অবরোধ করেছে এবং সাফোকের একটি ভবনের ছাদ দখল করে রেখেছে বলে জানা গেছে।
১৩০ বার পড়া হয়েছে