সর্বশেষ

খেলা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে ফের গোল্ড কাপ জিতলো মেক্সিকো

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৬:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বল দখল, আক্রমণ কিংবা শট খেলার প্রতিটি বিভাগেই আধিপত্য দেখিয়ে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপের শিরোপা ঘরে তুলেছে মেক্সিকো।

এটি তাদের দশম গোল্ড কাপ শিরোপা এবং টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব।

মার্কিন মাটিতে মেক্সিকোর জয়
রোববার (৬ জুলাই) টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে শুরু থেকেই চাপে রাখে মেক্সিকানরা। ম্যাচে তারা ৬০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণে ছিল। গোলের উদ্দেশে ১৬টি শট নেয় তারা, যার ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে যুক্তরাষ্ট্র গোল বরাবর শট নেয় মাত্র তিনটি।

খেলার নাটকীয় মুহূর্তগুলো
ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। সেবাস্টিয়ান বেরহাল্টারের ফ্রি-কিক থেকে ক্রিস রিচার্ডসের হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ২৭ মিনিটে রাউল হিমেনেজ মেক্সিকোর হয়ে দুর্দান্ত গোল করে ম্যাচে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে মেক্সিকো আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয়।

৭৭ মিনিটে এদিসন আলভারেজের হেডে বল জালে জড়ায়। প্রথমে অফসাইড মনে হলেও, VAR দেখে নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার আলেক্স ফ্রিম্যানের কারণে আলভারেজ অনসাইডে ছিলেন। এই গোলই নির্ধারণ করে ম্যাচের ভাগ্য।

মেক্সিকোর গৌরবময় ইতিহাসে আরেকটি পালক
এই নিয়ে দশমবার গোল্ড কাপ শিরোপা জিতল মেক্সিকো, যা উত্তর ও মধ্য আমেরিকার ফুটবলে তাদের শ্রেষ্ঠত্বের আরও এক প্রমাণ। ২০০৯ ও ২০১১ সালের পর এবার দ্বিতীয়বার টানা দুই আসরে শিরোপা জিতল দলটি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র সাতবার এবং কানাডা একবার গোল্ড কাপ জিতেছে।

ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন ২০২৭ সালের নতুন আসরের দিকে, যেখানে আবারও মুখোমুখি হবে অঞ্চলটির সেরা দলগুলো। 

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন