ফক্সকনের ব্যবসায় ঝড় তুললো কৃত্রিম বুদ্ধিমত্তা, আয় ছুঁলো ট্রিলিয়ন

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) পণ্যের প্রবল চাহিদার জেরে বছরের দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড পরিমাণ আয় করেছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী জায়ান্ট ফক্সকন।
সম্প্রতি প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তিন মাসে তাদের রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ১.৭৯৭ ট্রিলিয়ন নিউ তাইওয়ান ডলারে, যা প্রায় ১ লাখ ৭৯ হাজার ৭০০ কোটি টাকার সমপরিমাণ।
এই আয়ের অঙ্কটি গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৮২ শতাংশ বেশি এবং বাজার বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। রয়টার্স জানিয়েছে, পূর্বাভাস ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৬০ কোটি নিউ তাইওয়ান ডলারের।
বিশ্লেষকরা বলছেন, এআই-নির্ভর পণ্যের বাজারে চাহিদা বেড়ে যাওয়ার কারণে বিশেষ করে ক্লাউড ও নেটওয়ার্কিং ডিভিশনের আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তবে এমন সাফল্যের মাঝেও প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছে।
আইফোনের প্রধান অ্যাসেম্বলার ফক্সকন আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী বাণিজ্যনীতি ও নানা নিষেধাজ্ঞার কারণে প্রযুক্তি খাতে চাপ বাড়ছে। যার প্রভাব তাদের শেয়ার দরে পড়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কোম্পানির শেয়ার মূল্য কমেছে ১২.৫ শতাংশ।
১২২ বার পড়া হয়েছে