সর্বশেষ

আইন-আদালত

অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৬:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বনানী থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার আদালত-সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোক্তার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আনিসুল হক বনানী থানার অধীন এলাকায় নিজের নামে বৈধ একটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ছিলেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সব ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয় এবং ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু আনিসুল হক নির্ধারিত সময় পার হলেও ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তার অস্ত্রটি থানায় জমা দেননি কিংবা পুলিশের কাছে কোনো ধরনের তথ্যও প্রদান করেননি। তার ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি তিনি গুলি ক্রয় করেছেন এমন কোনো রেকর্ডও নেই। এতে তিনি ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে উল্লেখ করা হয়।

এর আগে, গত ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে পলায়নকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তিনি একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে ছিলেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন