সর্বশেষ

জাতীয়

দেশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আষাঢ় মাসের মাঝামাঝি সময়েও সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে দেশের পাঁচটি বিভাগে কোথাও কোথাও অতিভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গাতেও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, যা দমকা হাওয়ার সঙ্গে প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও জানানো হয়, সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে ১৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সিনপটিক বিশ্লেষণে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত সম্প্রসারিত। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সকলকে বৃষ্টিপাতজনিত দুর্যোগ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন