নারী ফুটবল দলকে মধ্যরাতে সংবর্ধনা দিল বাফুফে

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৪:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রবিবার (৬ জুলাই) দিবাগত রাত ৩টার কিছু পর রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে নারী দলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এর আগে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আফিদা খন্দকার প্রান্তি, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাসহ দলের সব সদস্য। তারা মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে ঢাকায় ফেরেন। সেখান থেকে দলকে সরাসরি নিয়ে যাওয়া হয় সংবর্ধনা স্থলে।
রাত ৩টা ১৫ মিনিটে নারী ফুটবলাররা অনুষ্ঠানস্থলে পৌঁছালে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা তাদের হাতে ফুলের তোড়া তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, দলনেত্রী আফিদা প্রান্তি, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা এবং প্রধান কোচ পিটার বাটলার।
বাফুফে জানিয়েছে, মধ্যরাতে এই আয়োজনের কারণ সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে একটি ফুটবল সফরে যাচ্ছেন। এছাড়া আরও তিনজন খেলোয়াড় দুদিনের মধ্যে ভুটান রওনা হবেন। তাই সবাইকে একসঙ্গে পেতে মধ্যরাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
১২৬ বার পড়া হয়েছে