সর্বশেষ

বিনোদন

১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন সেলিনা জেটলি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ সময় সংসার ও সন্তানদের নিয়ে বিদেশে কাটানোর পর অবশেষে বলিউডে ফিরছেন সেলিনা জেটলি।

২০০১ সালের ফেমিনা মিস ইন্ডিয়া খেতাবজয়ী এই অভিনেত্রী নতুন এক সিনেমার মাধ্যমে আবারও বলিউডের রূপালি পর্দায় নিজের উপস্থিতি জানান দিতে যাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, সেলিনা খুব শিগগিরই নতুন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং সে জন্য মুম্বাইয়ে ফেরার পরিকল্পনাও করছেন। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা।


ভক্তরা ইতোমধ্যেই নানা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন সামাজিক মাধ্যমে। কেউ জানতে চাইছেন—কোন প্রযোজনায় কাজ করছেন তিনি, আবার কেউ আগ্রহ প্রকাশ করছেন সিনেমায় তার বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে।

একজন ভক্ত সরাসরি সেলিনার ইনস্টাগ্রামে প্রশ্ন রেখেছিলেন—কবে ফিরছেন বলিউডে? উত্তরে সেলিনা সংক্ষেপে জানিয়েছেন, “খুব তাড়াতাড়ি।”

এই প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি এখন বিদেশে আছি, তাই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে দেশে ফিরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু জানাবো।”

উল্লেখ্য, সেলিনা জেটলি সর্বশেষ ২০১১ সালে মুক্তি পাওয়া ‘থ্যাংক ইউ’ ছবিতে বড় পর্দায় অভিনয় করেছিলেন। এরপর ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘সিজন গ্রিটিংস’-এ তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন