সর্বশেষ

সারাদেশ

মোটরসাইকেল বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কলেজ ছাত্র রাকিব

বগুড়া প্রতিনিধি
বগুড়া প্রতিনিধি

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম।

রোববার (৬ জুলাই) দুপুরে কলেজের ওয়াবদা গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে খেলাধুলা শেষে রাকিব তার মোটরসাইকেলে করে পুরান বগুড়ার ছাত্রাবাসে ফিরছিলেন। পথে কলেজ ক্যাম্পাসসংলগ্ন ওয়াবদা গেট এলাকায় পৌঁছালে অরক্ষিত রেললাইনের ওপর তার মোটরসাইকেলটি হঠাৎ আটকে যায়। সেটি সরিয়ে নিতে গিয়ে তিনি সান্তাহার থেকে ছেড়ে আসা বোনারপাড়া রুটের একটি কমিউটার ট্রেনের নিচে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার পর শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন অভিযোগ করে বলেন, ‘‘কলেজের পাশ দিয়ে রেললাইন গেলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কোনো পদক্ষেপ নেয়নি রেলওয়ে বা কলেজ কর্তৃপক্ষ। বহুবার জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। এখন আমরা রেলস্টেশনে আছি, রাকিবের মরদেহ বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।’’

বগুড়া রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন